- কুরআন শব্দটি দুটি শব্দ ধাতু থেকে এসেছে যার প্রথমটি হলো 'কারউন' বা অধিক পঠিত আর দ্বিতীয়টি হলো 'কারনুন' বা সন্দেহাতীত।
কুরআনের মর্যাদাঃ
১. কুরআন বিশ্ব মানবতার মুক্তির গাইডলাইন هٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَ هُدًی وَّ مَوۡعِظَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ
এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হিদায়াত এবং উপদেশ মুত্তাকীদের জন্য। (আলে ইমরান-১৩৮)
هُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الۡهُدٰی وَ الۡفُرۡقَانِ
এটি বিশ্বমানবের জন্য পথ প্রদর্শন এবং সু-পথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী (বাকারা-১৮৫)
ذٰلِكَ الۡكِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ
এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত। (বাকারা-২)
نَزَّلۡنَا عَلَیۡكَ الۡكِتٰبَ تِبۡیَانًا لِّكُلِّ شَیۡءٍ
আমি তোমার প্রতি এ কিতাব নাযিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা (নাহল-৮৯)
অর্থাৎ অনুসরণের জন্য মূল দিকনির্দেশক বাকি সব গাইড বই।
هٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا
এটি তার সত্যায়নকারী কিতাব, যা নাযিল হয়েছে আরবী ভাষায় (আহকাফ-১২)
অর্থাৎ বাকি সকল জিকির অন্য প্রাণীদের জন্য।
اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّكۡرَ وَ اِنَّا لَهٗ لَحٰفِظُوۡنَ
আমিই জিকর (কুরআন) অবতীর্ণ করেছি এবং আমিই উহার সংরক্ষক। (হিজর-৯)
তাবেয়ী সুফিয়ান সাওরী (মৃ. ১৬১ হি) বলেনঃ
أفضل الذكر تلاوة القران في الصلاة ثم تلاوة القران في غير
সর্বোত্তম যিকর সালাতের মধ্যে কুরআন তিলাওয়াত, এরপর সালাতের বাইরে কুরআন তিলাওয়াত।
৪. কুরআন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক কঠিন আমানত
اِنَّا سَنُلۡقِیۡ عَلَیۡكَ قَوۡلًا ثَقِیۡلًا
হে নবী! নিশ্চয় আমি তোমার প্রতি এক অতিভারী বাণী নাযিল করছি। (মুজ্জাম্মিল-৫)
اِنَّا عَرَضۡنَا الۡاَمَانَۃَ عَلَی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ الۡجِبَالِ فَاَبَیۡنَ اَنۡ یَّحۡمِلۡنَهَا وَ اَشۡفَقۡنَ مِنۡهَا وَ حَمَلَهَا الۡاِنۡسَانُ ؕ اِنَّهٗ كَانَ ظَلُوۡمًا جَهُوۡلًا
নিশ্চয় আমি আসমানসমূহ, যমীন ও পর্বতমালার প্রতি এ আমানত পেশ করেছি, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে। আর মানুষ তা বহন করেছে। নিশ্চয় সে ছিল অতিশয় যালিম, একান্তই অজ্ঞ। (আহযাব-৭২)
وَ قَالَ الرَّسُوۡلُ یٰرَبِّ اِنَّ قَوۡمِی اتَّخَذُوۡا هٰذَا الۡقُرۡاٰنَ مَهۡجُوۡرًا
রসূল বলবে- ‘হে আমার প্রতিপালক! আমার জাতির লোকেরা এ কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। (ফুরকান-৩০)
لَوۡ اَنۡزَلۡنَا هٰذَا الۡقُرۡاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیۡتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنۡ خَشۡیَۃِ اللّٰهِ ؕ
আমি যদি এ কুরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তুমি আল্লাহর ভয়ে তাকে বিনীত ও বিদীর্ণ দেখতে। (হাশর-২১)
৫. কুরআন সফলতার একমাত্র পথ
وَ اتَّبَعُوا النُّوۡرَ الَّذِیۡۤ اُنۡزِلَ مَعَهٗۤ ۙ اُولٰٓئِكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ
যারা তার (নবী) উপর অবতীর্ণ আলোর অনুসরণ করে, তারাই হচ্ছে সফলকাম। (আরাফ-১৫৭)
৬. কুরআন এক সন্দেহাতীত কিতাব
وَ اِنۡ كُنۡتُمۡ فِیۡ رَیۡبٍ مِّمَّا نَزَّلۡنَا عَلٰی عَبۡدِنَا فَاۡتُوۡا بِسُوۡرَۃٍ مِّنۡ مِّثۡلِهٖ ۪
আর আমি আমার বান্দার উপর যা নাযিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাক, তবে তোমরা তার মত একটি সূরা নিয়ে আসো (বাকারা-২৩)
- একই জিহ্বা থেকে রাসুল সা. এর কুরআন ও হাদীস বের হয়েছে। কিন্তু কোথাও মিশে যাওয়ার কোন আলামত নাই। কবি বলেন,
দর্মিয়ানে শানে বরযখ লা ইয়াব গিয়ান।"
৭. কুরআনের মত কেউ বানাতে পারবে না
قُلۡ لَّئِنِ اجۡتَمَعَتِ الۡاِنۡسُ وَ الۡجِنُّ عَلٰۤی اَنۡ یَّاۡتُوۡا بِمِثۡلِ هٰذَا الۡقُرۡاٰنِ لَا یَاۡتُوۡنَ بِمِثۡلِهٖ وَ لَوۡ كَانَ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ ظَهِیۡرًا
বল, ‘যদি মানুষ ও জিন এ কুরআনের অনুরূপ হাযির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাযির করতে পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়’। (বনি ইসরাঈল-৮৮)
- সেজন্য তৎকালীন আরবে কবি ইমরুল কায়েস সহ সাবআয়ে মুয়াল্লাকার ৭জন বিখ্যাত কবিগণ কুরআনের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসারের ৩য় আয়াতে চ্যালেঞ্জ গ্রহন করতে পারেনি।
৮. কুরআন আজ বিশ্বের দার্শনিকদের কাছে আশ্চর্যের ব্যাপার
- এজন্য কুরআনের ব্যাপারে ফ্রান্সের দার্শনিক ল্যামার্টিন বলেন,
- দার্শনিক নিকেলসন বলেন,
"This holy book a science book for scientist, a grammar book for grammarian, a book of prosody for poet, a encyclopedia for law and legislator"
وَ اِنَّهٗ لَفِیۡ زُبُرِ الۡاَوَّلِیۡنَ
পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ রয়েছে। (শুআরা-১৯৬)
- এজন্য কুরআনের এক অর্থ Gather. অর্থাৎ All the previous scripture gather here.
১০. কুরআনের সামনে কোন কিতাব চলবে না
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَتَاهُ عُمَرُ فَقَالَ إِنَّا نَسْمَعُ أَحَادِيثَ مِنْ يَهُودَ تُعْجِبُنَا أَفْتَرَى أَنْ نَكْتُبَ بَعْضَهَا؟ فَقَالَ: أَمُتَهَوِّكُونَ أَنْتُمْ كَمَا تَهَوَّكَتِ الْيَهُودُ وَالنَّصَارَى؟ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً وَلَوْ كَانَ مُوسَى حَيًّا مَا وَسِعَهُ إِلَّا اتِّبَاعِي رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ فِي كتاب شعب الايمان
জাবের (রাঃ) বলেন, একদা উমার (রাঃ) এর হাতে একটি পাতা ছিল, যার মধ্যে তাওরাতের কিছু অংশ লিখা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে রাগাম্বিত হয়ে তাঁকে বললেন, আমার ব্যাপারে কি কোন সন্দেহ আছে হে ইবনে খাত্ত্বাব? আমি কি শুভ্র ও নির্মল শরীয়ত নিয়ে আগমন করিনি? যদি আমার ভাই মূসা জীবিত থাকতেন, তাহলে আমার অনুসরণ ছাড়া তাঁর অন্য কোন এখতিয়ার ছিল না। অন্য বর্ণনামতে উমার (রাঃ) তাঁর নিকট এসে বললেন, আমরা ইয়াহুদীদের নিকট কিছু এমন কথা শুনি যা আমাদেরকে ভালো লাগে। আপনার কী রায়, তার কিছু লিখে নেব কি? তা শুনে তিনি বললেন, তোমরাও কি নির্বিচারে সব কিছু মেনে নিতে চাও, যেমন ইয়াহুদী ও খ্রিষ্টানরা মেনে নিয়েছে? যদি মূসা জীবিত থাকতেন, তাহলে আমার অনুসরণ ছাড়া তাঁর অন্য কোন এখতিয়ার ছিল না। (আহমদ-১৫১৫৬, হাদীস সম্ভার-১৫০৬)
১১. কুরআন জাহেলি মানুষগুলোকে সোনার মানুষে পরিবর্তিত করেছে
- উতার কার গারে হেরা সে ছুয়ে কদম আয়া/আওরেখ নাস কায়ে কিমিয়া সাত লায়া (আল্লামা ইকবাল)
১২. কুরআন আমাদের নেতৃত্বের আসন দিয়েছে
- ইয়ে জমানে তো মুয়াজ্জাজ কা মুসলমান হো কা/তুম খারে হুয়ে তারেকে কুরআন হো কা (আল্লামা ইকবাল)
১. সহীহ তেলাওয়াত শিখা ও শিখানো
- নামাজ ভাঙার ১৯টি কারনের মধ্যে প্রথম কারন 'নামাজে অশুদ্ধ পড়া'।
- কিছু কুরআন তেলাওয়াত কারীকে কুরআন লা'নত দেয়া (হাদীস)
- কুরআন তেলাওয়াতের উৎকৃষ্ট সময় ফজর
اِنَّ قُرۡاٰنَ الۡفَجۡرِ كَانَ مَشۡهُوۡدً
কারণ ভোরের কুরআন পাঠ সাক্ষী স্বরূপ। (বনি ইসরাঈল-৭৮)
وَ اِذَا تُلِیَتۡ عَلَیۡهِمۡ اٰیٰتُهٗ زَادَتۡهُمۡ اِیۡمَانًا
আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে (আনফাল-২)
وَعَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ رواه البخاري
উসমান ইবনে আফফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে অপরকে শিক্ষা দেয়। (বুখারী-৫০২৭)
২. কুরআন বুঝা ফরজ
اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُهَا
তারা কি কুরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা দেয়া আছে? (মুহাম্মদ-২৪)
- জিয়াদ রা. বর্ণিত হাদিসে রাসুল সা. সে ধরনের নির্দেশ দিয়েছেন।
- এটি ব্রাম্মনদের কোন কিতাব নয়, জীবনের জন্য যতটুকু দরকার ততটুকু বুঝতে হবে
- গবেষক সবাই হবে না কিন্তু হতে হবে কিছু লোক
فَلَوۡ لَا نَفَرَ مِنۡ كُلِّ فِرۡقَۃٍ مِّنۡهُمۡ طَآئِفَۃٌ لِّیَتَفَقَّهُوۡا فِی الدِّیۡنِ
প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না যাতে তারা দ্বীন সম্পর্কে জ্ঞানের অনুশীলন করতে পারে (তাওবা-১২২)
- রাসুল ছিলেন জীবন্ত কুরআন [আল কুরআনু ইয়ামশি আলাল আরদ]
- কুরআন/ধর্ম শিক্ষায় শিক্ষিত না হলে তিনি হবেন বর্বর [If you teach your children the three Rs (of reading, writing and arithmetic) and leave the fourth R (of religion), you will get a fifth R (of rascality) ;Stanly Hall]
একজন ইহুদির বাচ্চা জন্মের পর তারা প্রথম তাকে তাওরাত শিখায়।
৪. কুরআনের সমাজ প্রতিষ্ঠা করা
আল কুরআনকে ভালোবেসে
প্রাণ দিয়েছিল যারা,
আজকে দেখো সামনে এসে
রক্ত মাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা।
এসো কুরানের আলো মেখে আলোকিত হই
আঁধারের শত পথ মাড়িয়ে,
পথহারা এদেশের লাখো তরুণকে
আলোয় ফেরাবো হাত বাড়িয়ে।
আল কুরআনের পথ
এই পথই আসল পথ
অন্য পথে অন্য মতে
নেই যে রহমত।
No comments:
Post a Comment