সংগঠন সম্প্রসারন ও মজবুতি অর্জন

 


আমাদের সংগঠন:
  • আমাদের সংগঠন আমাদের আবেগ, আমাদের অনুভূতি।
  • ‘সংগঠন’ শব্দের সাথে আমাদের পরিচয় জড়িত।
  • মল্লিক ভাইয়ের ভাষায়, ‘সংগঠন না থাকতো যদি; মুক্তি পেতাম না...’
  • এই একদল মানুষকে কেউ যেনো বুঝতে পারে না।
  • ইবনে মাজাহ’র ৩৯৮৬ নং হাদিসে আছে-
  •     بدأ الإسلام غريبًا، وسيعود غريبًا كما بدأ، فَطُوبي للغرباء
  • ‘কি করিস কোথায় থাকিস বুঝিনে কারবার...’-কবি মতিউর রহমান মল্লিক
  • সংগঠন আদর্শ মানুষ তৈরির কারিগর (পরিবার থেকে যা আমরা পাইনি)
  • আর তা-ই সংগঠন আমাদের কাছে সবচেয়ে আস্থার জায়গা (সকল গোপনীয়তা এখানে স্পষ্ট)
  • সংগঠন আমাদের সময়মত পাশে দাঁড়ানোর অভিভাবকের নাম (সকল আনুষ্ঠানিকতার সঙ্গী)
  • সংগঠন আমাদের নৈতিকতার রক্ষাকবজ (ভুঁই যদি পড়ে থাকে আবাদ না হয়...)
  • সংগঠন জবাবদিহি অনুভুতি ও সংশোধনের সমন্বয়ক (পরামর্শ ও এহতেসাব মাধ্যমে)
  • সংগঠন আমাদের সুন্দর আগামীর স্বপ্নদ্রষ্টা (দ্বীন কায়েমের এক পরিপূর্ণ মডেল দেয়ার মাধ্যমে)
  • সংগঠনই হাজার হাজার স্কুল/কলেজের ছাত্রের হাতে কুরআন তুলে দিয়েছে 
  • সংগঠনের পরিচয় সম্পর্কে অধ্যাপক মফিজুর রহমানের বক্তব্য (সালাতের জবাবদিহিতা....)

প্রথমে মজবুতি নিয়ে কথা বলি...
  • কারণ সংগঠন সম্প্রসারণের আগে প্রতিষ্ঠিত সংগঠন মজবুত করা জরুরি।
  • শুধু সম্প্রসারণের দিকে নজর দিলে অফিসিয়ালি সংগঠনের কাঠামো সংখ্যাতাত্তি¡কভাবে বাড়বে।
  • কিন্তু বাস্তবে সংগঠনের অগ্রগতিতে কোন ভূমিকা রাখতে পারবে না।

মজবুতি কি?
  • মজবুতি মানে টেকসই/স্থায়ীত্ব সম্পন্ন/Sustainable
  • সুরা সফের ভাষায়-‘কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস’
  • এটি স্বচালিত/স্বয়ংক্রিয়; যার গতির জন্য ধাক্কা দেয়া লাগেনা।
  • যার গতিপথ রূদ্ধ হলে নতুন এরচেয়ে বেশি গতি নিয়ে নতুন পথ আবিষ্কৃত হয়।

সংগঠন মজবুতিকরণে করণীয়:
  • সাংগঠনিক এরিয়া নিরূপন ও তদানুযায়ী পরিকল্পনা ।
  • একটি যথাযথ সেটআপ ও টিম স্পিড।
  • সকল জনশক্তিকে কাজে লাগানোর চেষ্টা করা।
  • যোগ্যতার মাপকাঠিতে দায়িত্বের তারতম্য।
  • যেকোন মূল্যে গৃহিত পরিকল্পনা বাস্তবায়ন।
  • উর্ধ্বতনের নির্দেশনার পূর্ণাঙ্গ অনুসরণ।
  • কিছু শাখাকে স্পেশাল তত্ত্ববাধান করা।
  • সকল অধঃস্তন থেকে সমান আউটপুট প্রত্যাশা না করা।
  • তত্ত্বাবধায়কদের তত্ত্বাবধান নিশ্চিত করা।
  • দায়িত্বশীলদের কখনোই ক্লান্ত মানসিকতা না থাকা।
  • সমস্যাগ্রস্থ জনশক্তিদের বিষয়ে সীদ্ধান্ত নিতে বিলম্ব না করা।
  • মূল দায়িত্বশীলরা ব্যক্তিগত কাজে বেশি ব্যস্ত না থাকা।
  • একদল ম্যাচিউর জনশক্তি তৈরি করা।
  • সময়োপযোগী ও ক্রিয়েটিভ পরিকল্পনা বাস্তবায়ন।
  • মানোন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখা।
  • প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হক আদায় করে করা।
  • অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মূল দায়িত্বশীলের উদ্যোগ গ্রহণ।
  • দায়িত্বশীলের কষ্ট-সহিষ্ণুতা ও সাদাসিদা জীবনযাপন।
  • স্থানীয় জনশক্তি বৃদ্ধি ও বেইজ এরিয়াকে বিশেষ গুরত্বারোপ।
  • মজবুতির পথে অন্তরায়/চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা।

সংগঠন মজবুতিকরণে চ্যালেঞ্জ:
  • অপরিকল্পিত সম্প্রসারণ।
  • কোন এক সেশনে মানোন্নয়নের ধারা ব্যহত হওয়া।
  • জনশক্তিদের যথাযথ কাজে লাগাতে না পারা।
  • দায়িত্বশীলদের চেইন না থাকা।
  • অভ্যন্তরীণ পরিবেশ ঠিক না থাকা।
  • প্রশিক্ষণকে শুধু আনুষ্ঠানিকতায় পরিণত হওয়া।
  • আনুগত্যহীনতা
  • গীবত চর্চা
  • পরামর্শ না থাকা
  • এহতেসাব না থাকা
  • অর্থনৈতিক সংকট
  • জ্ঞানের স্বল্পতা
  • মেধাবীদের সংকট

সংগঠন সম্প্রসারণ কি?
  • সম্প্রসারণ মানে বিস্তৃতি/চড়িয়ে দেয়া/Expansion
  • শাখার অথীনে থানা ও বিভাগ সম্প্রসারণ
  • থানার অধীনে ওয়ার্ড, ওয়ার্ডের অধীনে উপশাখা, উপশাখার অধীনে সমর্থক সংগঠন সম্প্রসারণ।
  • সংগঠন সম্প্রসারনের উদ্দেশ্য প্রত্যেক পাড়া মহল্লায় সংগঠনকে বিস্তত করা।

সংগঠন সম্প্রসারণে প্রয়োজণীয় শর্ত:
  • পরিকল্পনা ও যথাযথ উদ্যোগ গ্রহণ।
  • নীতি নির্ধারণ বৈঠকে সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া।
  • সংগঠন সম্প্রসারণে সম্ভাবনা ও সুযোগগুলো বিশ্লেষণ।
  • সম্প্রসারণের আগে ভাবতে হবে সেটা ধরে রাখা যাবে কিনা
  • সম্প্রসারণের আগের ও পরের আউটপুট নিয়ে চিন্তা করা।

সংগঠন সম্প্রসারণের জন্য করণীয়:
  • সেশনের শুরুতে এ সম্পর্কিত একটি মনিটরিং সেল গঠন করা।
  • গুরত্বপূর্ণ এলাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সম্প্রসারণের পরিকল্পনা নেয়া।
  • যে শাখা থেকে সম্প্রসারণ করা হবে তাদের আগেই জানিয়ে দিয়ে কাজের টার্গেট দিয়ে দেয়া।
  • প্রতি ২-৩ মাস অন্তর কাজের পর্যালোচনা করা।
  • সংশ্লিষ্ট শাখার পরিসংখ্যানমূলক তথ্য যাছাই করা।
  • আগামী কয়েক বছরের লিডারশীপ ক্রাইসিস হবে কিনা তা বিশ্লেষণ করা।
  • শাখার পরিধি ও অর্থনৈতিক অবস্থা ঠিক থাকবে কিনা যাছাই করা।
  • একটি শাখা থেকে আরেকটি সম্প্রসারণ করতে গেলে দুটোই যেনো সমতার ভিত্তিতে হয়।
সংগঠন সম্প্রসারণে সতর্কতা:
  • উর্ধ্বতনের প্রত্যাশা পূরণে সক্ষমতা থাকবে কিনা আগেই ভাবা।
  • সম্প্রসারণের পর যেনো আবার ঘাটতি না হয়ে যায়।
  • শুধু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদে সম্প্রসারণ না করা
  • এক বছরের কাজের উপর সম্প্রসারণের চিন্তা না করা।
  • সম্প্রসারণের পর বিশেষ তদারকি ও সাপোর্ট প্রদান।

পরিশেষ:
  • আমাদের সংগঠন আমাদের কাছে আমানত
  •  এর অগ্রগতি ও অবনতি আমাদের উপর নির্ভর করে।
  •  হঠাৎ আবেগ তাড়িত সিদ্ধান্ত যতে সংগঠনকে পিছিয়ে না দেয়।
  •  আমাদের উদ্যোগের অভাবে সংগঠন যাতে থেমে না থাকে।
  •  শহীদের রক্তরাঙা সংগঠনকে লক্ষ্যপাণে নিয়ে যেতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিৎ... 

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

যুগে যুগে ইসলামী আন্দোলনের ইতিহাস

ভূমিকা: ইসলামী আন্দোলন শুধু যুগ যুগ ধরে নয়। এ আন্দোলন শতাব্দী থেকে শতাব্দী ধরে। এ আন্দোলন হাজার বছরের আন্দোলন। ঈসা আঃ এর আগমনের প্রায় ৬০০ বছ...

জনপ্রিয় পোস্ট